Wednesday, October 8, 2025
spot_img
HomeScrollঅভিষেকের ' সেবাশ্রয় ' তে হতে চলেছে ৯ বছরের শিশুর ওপেন-হার্ট সার্জারি

অভিষেকের ‘ সেবাশ্রয় ‘ তে হতে চলেছে ৯ বছরের শিশুর ওপেন-হার্ট সার্জারি

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। যার নাম দেওয়া হয়েছে ‘ সেবাশ্রয় ‘। ইতিমধ্যেই এই শিবির থেকে প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়ে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে দাবি তৃণমূল সাংসদের।

তবে শুধুমাত্র পরিষেবাই নয়, সঠিক সময়ে চিকিৎসা প্রদান করে সুস্থও হয়ে উঠেছেন বহু মানুষ। আর এবার ‘ সেবাশ্রয় ‘ তে হতে চলেছে ৯ বছরের এক শিশুর ওপেন-হার্ট সার্জারি।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর জন্য জেলাশাসকদের জন্য নতুন নির্দেশ নবান্নর

৯ বছরের শিশুটির নাম আলতাফ। দীর্ঘদিন বুকে ব্যথার সমস্যায় ভুগছিল শিশুটি। তারপরেই ‘ সেবাশ্রয় ‘ তে শিশুটির কিছু পরীক্ষা হয়। সেই রিপোর্টেই ধরা পড়ে আলতাফের হৃৎপিণ্ডে একটি ফুটো রয়েছে।

রিপোর্ট সামনে আসার পরেই ক্যাম্পের তরফ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি জানানো হয়। আর তারপরেই তিনি আলতাফের চিকিৎসার ব্যবস্থা করে দেন জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা (জেআইএমএস) হাসপাতালে। শনিবারই শিশুটির ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হবে সম্পূর্ণ বিনামূল্যে

দেখুন অন্য খবর

 

Read More

Latest News